বেত শিল্প
ঐতিহ্যবাহী বেত শিল্প

বাংলাদেশের প্রাচীন কুটির শিল্পের একটি হচ্ছে বেতশিল্প। অতীতে বেত দিয়ে যারা জিনিস তৈরি করতেন তারা বেশিরভাগই ছিলেন তপশিলভুক্ত জাতি অথবা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বৃহত্তর সিলেট জেলার অধিকাংশ এলাকাতে অত্যন্ত ভালো জাতের বেত জন্মে। তাই এসব এলাকায় বেতশিল্পের প্রসারও বেশি। বেতগাছ বনজঙ্গলে অথবা পাহাড়ি ঢালে জন্মে। তীক্ষ্ম কাঁটাযুক্ত একরকমের শক্ত লতার নাম বেত (Calamus rotune)। বর্তমানে নসংখ্যা বৃদ্ধির কারণে ও কৃষিজমি বৃদ্ধির কারণে জঙ্গল কমে যাওয়ায় বেতের উত্পাদন কমে গেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সুনামগঞ্জ এলাকার কারিগররা প্রচুর পরিমাণের বেতের শিল্প তৈরি করেন। বেতের জিনিস তৈরি করা অত্যন্ত পরিশ্রম ও ধৈর্যের কাজ। একজন দক্ষ কারিগর সাত-আট ঘণ্টা পরিশ্রম করে মাত্র দুটি বেতের মোড়া তৈরি করতে পারেন! বাংলাদেশের জেলখানার কয়েদীরা তাদের অবসরে নানা বেতের সামগ্রী তৈরি করেন। এসব সামগ্রী বিক্রির জন্য জেলখানার নিজস্ব শোরুমও রয়েছে। বেত দিয়ে নানান ব্যবহার্য আসবাবপত্র যেমন তৈরি হয়, তেমনি শৌখিন জিনিসও তৈরি হয়। বেত একই সাথে দেশজ ও অভিজাত বলে অনেকেই বেতের আসবাবপত্র দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। আপনিও সাজাতে পারেন আপনার বাড়ি বেতের বিভিন্ন জিনিস ব্যবহার করে। যেমন - সোফাসেট ও চেয়ার বেতের আসবাবের মধ্যে সোফাসেট বেশ জনপ্রিয়। দেখতে আকর্ষণীয়, ওজনে হালকা ও সহজেই পরিষ্কার করা যায় বলে বেতের সোফা সবাই পছন্দ করে। আপনার বসার ঘরে রাখতে পারেন বেতের তৈরি বক্স সোফাসেট বা কাউচ সোফাসেট। এছাড়া রাখতে পারেন বেতের চেয়ারও। মোড়া বেতের মোড়া দেখতে বেশ আকর্ষণীয় হয়। বসার ঘর, বারান্দা বা শোবার ঘরে ব্যবহার করতে পারেন বেতের মোড়া। চাইলো মোড়ায় গদি বা কুশনও ব্যবহার করতে পারেন। ডাইনিং টেবিল বেতের ফ্রেমে কাচ লাগিয়ে তৈরি করা হয় বিভিন্ন আকারের চমত্কার সব ডাইনিং টেবিল। বেতের ডাইনিং টেবিল আপনার খাবার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণ। দোলনা বেত দিয়ে তৈরি হয় নানা ডিজাইন ও আকারের স্ট্যান্ড দোলনা ও ঝুলন দোলনা। এই দোলনাগুলো হতে পারে আপনার অবসর কাটানোর সঙ্গী। ড্রেসিংটেবিল ও আয়না বেতের ড্রেসিংটেবিল ও আয়নার ব্যবহার বহন করবে আপনার সুরুচি ও শৌখিনতার পরিচয়। শেলফ বেত দিয়ে তৈরি হয় নানা ধরনের শেলফ। এই শেলফগুলোতে সাজিয়ে রাখতে পারেন বই অথবা শখের শোপিস। খাট ও ডিভান বেতের তৈরি খাট ও ডিভানও তৈরি হয়। শোবার ঘরে খাট ও বসার ঘরে রাখতে পারেন ডিভান। টেবিল বেতের টেবিল পাওয়া যায় বিভিন্ন আকারের। টি টেবিল, বেডসাইড টেবিল বা পড়ার টেবিলও বেছে নিতে পারেন বেতের তৈরি। ঝুড়ি ও বাক্স বেতের ঝুড়ি ও বাক্স ব্যবহার করা যায় নানান কাজে। এতে পারেন কাপড়, বাচ্চার কাপড়, প্রয়োজনীয় জিনিসসহ নানান কিছু। এছাড়া বেতের তৈরি আলমারি, শোপিস, ভাস্কর্য, ট্রে, রুম পার্টিশন ইত্যাদিও ব্যবহার করতে অনায়াসে। কোথায় পাবেন পান্থপথে রয়েছে অনেকগুলো বেতের জিনিসের দোকান। বনানীতে আসবাবের দোকানেও পেয়ে যাবেন বেতের আসবাবপত্রের খোঁজ। চাইলে ঘুরে আসতে পারেন পুরান ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় কারাগারের শোরুম। এখানে পাবেন কয়েদীদের তৈরি বেতের নানান জিনিস। দামদর বেতের জিনিসের দাম মূলত নির্ভর করে এর আকার ও ডিজাইনের ওপর